শখের খামার
About Us
একটি এগ্রো প্রোজেক্ট
শখের খামার
ঢাকা জেলার অদূরে আশুলিয়া থানায় ২০১৬ সালে গুটিকয়েক টার্কি নিয়ে শখের খামার এগ্রো প্রজেক্ট এর যাত্রা শুরু। বর্তমানে শখের খামার এগ্রো প্রজেক্ট ইনব্রিডিং মুক্ত মানস্মত টার্কির বাচ্চা, উন্নত জাতের ছাগল এবং মানব স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ বিভিন্ন গ্রোথ প্রোমোটার ব্যবহারমুক্ত নিরাপদ ভোগ্য মাংস উৎপাদন করে আসছে। এছাড়া টার্কি খামারী ও সৌখিন মুরগি পালকদের জন্য অতি প্রয়োজনীয় জিনিস ইনকিউবেটর বা ডিম ফোটানোর মেশিন, বিভিন্ন কৃষি উপকরণ ও কৃষিজাত পণ্য সরবরাহ করে আসছে। আপনি চাইলে ঘরে বসে আপনার প্রয়োজনীয় কৃষি উপকরনগুলো আমাদের ওয়েবসেইটে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারেন। ইউটিউবে আমাদের “Shokher Khamar” নামে একটি চ্যানেল রয়েছে। সেখানে নিয়মিত কৃষিবিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল আপলোড দেওয়া হয়। ফলে নতুন উদ্যোক্তা এবং পুরাতন কৃষক সবাই উপকৃত হচ্ছে। শুধু বাংলাদেশ নয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আমাদের চ্যানেলটি ব্যাপক সারা ফেলেছে। আগ্রহী বাংলা ভাষাভাষি যে কেউ চাইলে এখান হতে বাস্তবভিত্তিক কৃষিবিষয়ক বিভিন্ন তথ্যবহুল ভিডিও দেখে উপকৃত হতে পারে। এছাড়াও ফেসবুক, টুইটার, গুগল, ইউটিউব ইত্যাদি প্রায় সব জায়গায় আমাদের হেল্পলাইনের মোবাইল নম্বরটি দেয়া আছে। ফলে যেকোন ফার্মার প্রয়োজনে কল করে তার সমস্যাগুলো আমাদের জানাতে পারে। আমরা চেষ্টা করি অভিজ্ঞতার আলোকে তাদের সঠিক গাইডলাইন দিতে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে কৃষিতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়। “শখের খামার এগ্রো প্রজেক্ট” তার নিজ অবস্থান হতে বাংলাদেশে ক্রমবর্ধমান বেকার সমস্যা সমাধানে অবদান রাখার যথাসাধ্য চেষ্টা করছে।