শীত: তাপমাত্রা Vs প্রাণিদের খাদ্য গ্রহণ

পোল্ট্রি শেডের জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে ২০-২৪ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রা এর চেয়ে কমে গেলে উৎপাদন মারাত্মক ভাবে হ্রাস পায় এবং তাপমাত্রা অত্যাধিক কমে গেলে অতিরিক্ত ঠান্ডায় হাইপোথারমিয়া হয়ে মুরগি মারা যাওয়া, সর্দিকাশি, ওয়ান আই কোল্ডনেস, ব্রংকাইটিসসহ বিভিন্ন রোগে রোগাক্রান্ত হওয়া খুবই স্বাভাবিক ঘটনা।

⇨তাপমাত্রা যদি ২০ডিগ্রীর নিচে নেমে আসে, তাহলে প্রতি ০১ ডিগ্রী তাপ কমে যাওয়ার বিপরীতে প্রতিটা মুরগির খাদ্য গ্রহণ ১.৫-০২গ্রাম পর্যন্ত বেড়ে যেতে পারে।

➤কিছু কিছু প্রাণি বিশেষ করে যারা কোল্ড ব্লাডের তারা শীতকালে খাবার না খেয়ে পুরো শীতাকালটাই ঘুমিয়ে বা অলস সময় কাটায়। যেটাকে ইংরেজিতে হাইবারনেশন বলে। যেমনঃ কুমির, সাপ ইত্যাদি।

আবার কিছু কিছু প্রাণি শীত বেশী পরলে অপেক্ষাকৃত কম শীতপূর্ণ এলাকায় মাইগ্রেট করে শীত হতে বাঁচার জন্য। যেমন: আমাদের দেশে শীতকালে সাইবেরিয়া হতে অতিথি পাখির আগমন ঘটে।

কিছু কিছু প্রাণি আবার শীতে নিজের শরীরে বাড়তি তাপ উৎপাদন করতে সঞ্চিত এনার্জি ব্যয় করে বা অতিরিক্ত খাবার খেয়ে শরীরে বাড়তি উত্তাপ তৈরি করে। মুরগিরা এই তালিকাভুক্ত। এরা শীতে খাবার বেশী খায় শরীরে অতিরিক্ত তাপ উৎপাদনের জন্য।

শীতকালে আপনার ফার্মের উৎপাদনের ধারা অব্যাহত রাখতে শীত নিয়ন্ত্রণে ইনফ্রারেড টেকনোলজির গ্যাস ব্রুডার অথবা ইনফ্রারেড হিটিং বাল্ব ব্যবহার করতে পারেন।

প্রয়োজনে-

01988883102

01988883103

শখের খামার এগ্রো প্রজেক্ট

নবীনগর, সাভার, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *